Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভের মুখেই পিএলএ গ্যারিসন পরিদর্শন শি’র হংকংয়ের দায়িত্ব গ্রহণ করলেন ক্যারি লাম

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ কর্তৃক চীনের কাছে হংকংকে হস্তান্তরের ২০ বছর পূর্তিতে নতুন প্রশাসক ক্যারি লামের হাতে সেখানকার দায়িত্ব তুলে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় কঠোর নিরাপত্তা থাকা সত্তে¡ও গণতন্ত্রকামীদের বিক্ষোভ এড়ানো সম্ভব হয়নি। চীনবিরোধী বিক্ষোভের মুখেই পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) গ্যারিসন পরিদর্শন করেছেন শি জিনপিং। স্থানীয় সময় গতকাল শনিবার শপথ নেন ক্যারি লাম। এসময় শি জিনপিং চীনের ও ক্যারি লাম হংকংয়ের পতাকা উত্তোলন করেন। চীনা প্রেসিডেন্ট বলেন, হংকং এখন আগের চেয়ে অনেক বেশি স্বাধীনতা উপভোগ করছে। তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্টকারী প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের উপর হস্তক্ষেপ এবং মূল ভূখন্ডে নাশকতা তৈরিতে হংকংকে ব্যবহার করলে সেটা অবৈধ বলেই বিবেচনা করা হবে। চীনা প্রেসিডেন্টের সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও বিক্ষোভ এড়ানো সম্ভব হয়নি। ক্যারি লামের শপথ অনুষ্ঠানের পাশেই বিক্ষোভ করেছেন চীন বিরোধীরা। পুলিশ ও বেইজিংপন্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। আটক করা হয়েছে অন্তত নয় জনকে। নিরাপত্তার কারণে শহরের বেশকিছু এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার তিনদিনের ঐতিহাসিক সফরে প্রথমবারের মতো হংকং পৌঁছান শি জিনপিং। বুধবারই তার এ সফরকে কেন্দ্র করে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা চীনের কাছ থেকে উপহার পাওয়া আইকনিক সোনালি ভাস্কর্য বাউহিনিয়া ফ্লাওয়ারে কালো পতাকা ঝুলিয়ে দেন। এসময় আটক হন ছাত্রনেতা জোশুয়া ওং এবং আইনপ্রণেতা নাথান লসহ অন্তত ২৬ জন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ