মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কয়েক ডজন চুক্তি করতে যাচ্ছে চীন ও রাশিয়া
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। দেশটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর মস্কো এ ব্যবস্থা নিল। ইউরোপীয় ইউনিয়ন থেকে খাদ্য আমদানি বন্ধ রাখার বিষয়ে গত শুক্রবার প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রিতে সই করেছেন। এ নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আরো ১৮ মাসের জন্য অর্থাৎ ২০১৮ সালের শেষ নাগাদ পর্যন্ত রাশিয়ায় খাদ্যপণ্য রপ্তানি করতে পারবে না। ইউক্রেন থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্র বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ২০১৪ সালে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তখন রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেয়। এ দফায় দু’পক্ষ তারই মেয়াদ বাড়াল। ইউরোপীয় ইউনিয়ন বলে আসছে ইউক্রেন ইস্যুতে রাশিয়া হস্তক্ষেপ করছে, কিন্তু মস্কো এ অভিযোগ করে আসছে। অপর এক খবরে বলা হয়, রাশিয়া এবং চীন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে কয়েক ডজন চুক্তি করতে যাচ্ছে। এসব চুক্তি চূড়ান্ত করার বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন মস্কো সফরের সময় এগুলো সই করা হবে। গত শুক্রবার এসব তথ্য জানিয়েছেন চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ। তিনি বলেন, চুক্তির বিষয়ে পূর্ণাঙ্গ খসড়া নিয়ে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে প্রতিদিনই আলোচনা চলছে। এর আগে, চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী লি হুইলাই জানিয়েছেন, জিনপিংয়ের সফরের সময় রাশিয়া ও চীনের মধ্যে কয়েক ডজন চুক্তি হবে যার অর্থমূল্য হবে এক হাজার কোটি ডলার। আরটি, পার্সটুডে, সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।