মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে বেইজিং। স্পার্ঁলি দ্বীপপুঞ্জে যুদ্ধবিমানের জন্য ঘাঁটি নির্মাণ এবং রাডার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র চৌকি বসানো হচ্ছে। এসব চৌকির ছাদ জরুরি অবস্থায় সরিয়ে নিয়ে সেখান থেকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে। উপগ্রহ থেকে নেয়া ছবির ভিত্তিতে এ কথা জানিয়েছে এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ বা এমটিআই। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি আরো জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের দ্বীপ ফিয়ারি ক্রুস, মিসচিফ এবং সুবি রিফসেও নতুন ক্ষেপণাস্ত্র কেন্দ্র, রাডার এবং যোগাযোগ স্থাপনাসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সামরিক স্থাপনার পাশাপাশি দুই ধরনের কাজে ব্যবহারযোগ্য স্থাপনা নির্মাণের কাজও চলছে জোরেশোরে। দক্ষিণ চীন সাগর নিয়ে যে সব দেশের সঙ্গে চীনের বিরোধ রয়েছে তাদের সঙ্গে শান্তি বজায় রাখার অঙ্গীকারের কথা ঘোষণা করছে বেইজিং। এ সত্তে¡ও একই সঙ্গে গোটা দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিত জোরদার করছে বেইজিং। চীন ওই অঞ্চলে তার শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়েছে বলেও ধারণা করা হচ্ছে। এমটিআই,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।