মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারত শাসিত জম্মু ও কাশ্মিরে গতকাল শনিবার স্বাধীনতাকামীদের সঙ্গে সরকারি বাহিনীর বন্দুকযুদ্ধে এক মহিলা নিহত ও অপর সাত জন আহত হয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃৃপক্ষ একথা জানিয়েছে। সৈন্য ও জঙ্গি বিরোধী বিশেষায়িত পুলিশ সদস্যদের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় দিয়ালগাম গ্রামের একটি এলাকায় এ সংঘর্ষ ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে সরকারি বাহিনী অভিযান চালায়। পুলিশের মহাপরিচালক মুনির আহমেদ খান বার্তা সংস্থাকে বলেন, জঙ্গিরা বেসামরিক লোকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছিল। নাম প্রকাশ না করার শর্তে দিয়ালগামের এক বাসিন্দা বলেন, বেসামরিক লোকেরা বাড়ির ভেতর থেকে সৈন্যদের লক্ষ্য করে বলেন, বিদ্রোহীদের যেতে দিন, নয়তো আমাদের মেরে ফেলুন। গুলির আওয়াজ পেয়ে কয়েকশ’ গ্রামবাসী রাস্তায় নেমে এসে ভারত বিরোধী শ্লোগান দেয় এবং সৈন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। তারা বিদ্রোহীদের পালিয়ে যেতে সহায়তা করছিল। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ জনতাকে লক্ষ্য করে গুলি চালালে সাত বেসামরিক লোক আহত হয়। হাসপাতাল কর্তৃপক্ষও হতাহতের খবর সত্যতা নিশ্চিত করেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।