Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আফগানিস্তানে বিমান হামলা ও সংঘর্ষে ২১ জন নিহত

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের দাস্ত-ই-আরশি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কমান্ডারসহ ৮ তালেবান জঙ্গি নিহত হয়েছে। গতকাল শনিবার জঙ্গিরা জেলাটি দখল করার জন্য হামলা চালালে এ সংঘর্ষ ঘটে। অঞ্চলটির গভর্নর নাসরুদ্দিন নাজারি একথা জানান। নাজারি বলেন, আজ সকালে তালেবান জঙ্গিরা জেলা সদর দাশত-ই-আরশি দখলের জন্য সমন্বিত হামলা শুরু করে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের এই হামলা ঠেকাতে সক্ষম হয়। উভয় পক্ষের সংঘর্ষে তালেবান জঙ্গিদের অন্যতম শীর্ষ কমান্ডার মুল্লাহ্ মুদাসিরসহ আট জঙ্গি ঘটনাস্থলেই নিহত হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় টিকতে না পেরে হামলাকারীরা পালিয়ে যায়। অপর এক খবরে বলা হয়, আফগানিস্তানের বিভিন্ন জঙ্গি আস্তানায় দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘন্টায় ১৩ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন ইসলামিক স্টেট (আইএস) এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘন্টায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে আফগান বিমান বাহিনীর হামলায় ইসলামিক স্টেট গ্রæপের ৫ সদস্যসহ ১৩ সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। এএফপি, সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ