মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চলতি বছরের শুরু থেকে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রায় পাঁচ লাখ শরণার্থী দেশে ফিরেছেন। মূলত পরিবারের নিখোঁজ সদস্যদের খুঁজতে কিংবা ফেলে আসা সম্পত্তি দেখতে তাদের নিজ ভূমিতে ফেরা। ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থার মুখপাত্র আন্দ্রেজ মাহেকিক জানান, গত জানুয়ারি থেকে প্রায় চার লাখ চল্লিশ হাজার মানুষ সিরিয়ায় ফিরে এসেছেন। প্রধানত আলেপ্পো, হোমস, হামা ও রাজধানী দামেস্কের মানুষ নিজ শহরে ফিরতে শুরু করেছেন। এটা সিরিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে একটা ‘উল্লেখযোগ্য ট্রেন্ড’ বলে মন্তব্য করেন তিনি। সংস্থাটির মতে, যুদ্ধের কারণে পাশের দেশগুলোতে আশ্রয় নেয়া অন্তত ৩১ হাজার শরণার্থী সিরিয়ায় ফিরেছেন। ২০১৫ সালের পর থেকে দেশে ফেরা ব্যক্তির সংখ্যা প্রায় দুই লাখ ষাট হাজার। তবে সিরিয়ায় গৃহহীন প্রায় পঞ্চাশ লাখ শরণার্থীর তুলনায় এ সংখ্যা বেশ কম বলে মনে করছে সংস্থাটি। আন্দ্রেজ বলেন, হারানো স্বজনদের খুঁজতে ও ফেলে আসা সম্পত্তি দেখাশোনা করার জন্য সিরিয়ার নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছেন। কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি তাদের দেশে ফিরতে উৎসাহিত করেছে। প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে সিরিয়ায় যুদ্ধ শুরু হয়। দেশটির বেশকিছু এলাকা দখলে নেয় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। বর্তমানে আইএস বিরোধী তীব্র অভিযান চলছে। জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং তুরস্কসহ বেশ কখেয়টি দেশ।আল-জাজিরা, নিউজ উইক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।