Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাদল রায়ের মাথার খুলি পুনঃস্থাপন

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস রিপোর্টার : সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবেক তারকা ফুটবলার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়ের মাথার খুলি পুনঃস্থাপনের অস্ত্রপ্রচার গতকাল সফলভাবে শেষ হয়েছে। সিঙ্গাপুর থেকে মুঠোফোনে তথ্যটি জানান বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়। তিনি বলেন, ‘ বাদলের মস্তিষ্কে সফল অস্ত্রপ্রচারের পর এতোদিন মাথার খুলিটি তার পেটের মধ্যে রাখা ছিল। চিকিৎসকরা যতটা সময় লাগবে ভেবেছিলেন তার চেয়েও কম সময়ে ওর ব্রেনের উন্নতি হওয়াতে তারা আজ (গতকাল) বিকালে পেট সার্জারি করে খুলিটা বের করে মস্তিষ্কে পুনঃস্থাপন করেছেন। আমার মেয়ে গঙ্গাত্রী রায়সহ আমি দেশবাসীর কাছে বাদলের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি।’

উল্লেখ্য, গত ৫ জুন রাত ৩টায় ওয়ারিস্থ নিজ বাস ভবনে বাদল রায় আকস্মিক ভাবে ব্রেন ষ্টোকে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দেশে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বাদল রায়কে সিঙ্গাপুর পাঠানো হয়। ৭ জুন তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে গিøগেনেলস হাসপাতালে নেয়া হয়। এরপর পরের দিন সন্ধ্যায় তার মস্তিষ্কে সফল অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা। তখন মস্তিষ্ক থেকে তুলে ফেলা মাথার খুলিটি এতোদিন বাদল রায়ের পেটের মধ্যে সার্জারি করে রেখেছিলেন চিকিৎসকরা। মুলত খুলিটি জীবন্ত ও কার্যকরি রাখার জন্যই রোগীর খুলি তার পেটের মধ্যে রাখা হয়ে থাকে। বাদল রায়ের ব্রেনের দূত উন্নতির ফলে কাল সিঙ্গাপুর সময় বিকাল ৫টায় ব্রেনের উপর তার মাথার খুলি পুনঃস্থাপনের সফল অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা।
বাদল রায়ের মাথার খুলির পুনঃস্থাপন প্রসঙ্গে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘শুনে খুব ভাল লাগছে যে,বাদলের মাথার খুলিটা পেট থেকে বের করে ব্রেনের উপর পুনঃস্থাপনের সার্জারিটা সফলভাবে শেষ হয়েছে। আশাকরছি খুব কম সময়ের মধ্যে বাদল সম্পুর্ণ সুস্থ হয়ে আমারদের মাঝে ফিরে আসবে।’



 

Show all comments
  • ZAS ১ জুলাই, ২০১৭, ২:৪২ পিএম says : 0
    Good news I wish his good health and hope he will back to us
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ