Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মেক্সিকোকে গুড়িয়ে ফাইনালে জার্মানি

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শক্তির বিচারে ঢের এগিয়ে জার্মানি। তবে জোয়াকিম লোর এই দলটা একেবারেই তরুণ। শঙ্কটা ছিল এখানেই। কিন্তু সব শঙ্কা দুরে ঠেলে দিয়ে মেক্সিকোকে ৪-১ গোলে গুড়িয়ে কনফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।
পরশু সোচিতে অনুষ্ঠেয় আসরের দ্বিতীয় সেমিফাইনালে শুরতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জার্মানি। স্থিরঘড়ির কাঁটা আট মিনিট না পেরুতেই একাই দুই গোল করে দলকে এগিয়ে নেন লিওন গোরেৎকা। এরপর মেক্সিকো ঘুরে দাঁড়াবে কি উল্টো ৫৯তম মিনিটে টিমো ওয়ের্নারের গোলে আরো কোনঠাসা হয়ে পড়ে মেক্সিকো। ৩৫ গজ দুর থেকে দুর্দান্ত এক শটে মার্কো ফেবিয়ান যখন ব্যবধান কমান তখন অনেক দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটা তখন অন্তিম লগ্নে। শেষ বাঁশি বাজার আগে তাদের কফিনে শেস পেরেক টুকে দেন আমিন ইয়োনেস।
দলের তারকা খেলোয়াড়দের দেশে রেখে এসেছেন জোয়াকিম লো। ম্যানুয়েল নয়্যার, জেরোম বোয়েটাং, মেসুত ওজিল, টনি ক্রস, টমাস মুলারদের ছাড়াই তাই চিলির বিপক্ষে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় আগামীকালের ফাইনালে নামতে হবে জার্মানিকে। একই দিনে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও পর্তুগাল।
মেক্সিকোর ভাগ্য এদিন খারপ ছিল বলতেই হয়। ৬১ শতাংশ বলের দখল রেখে একের পর এক আক্রমণ শানিয়েও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিতে পারেনি তারা। গোলমুখি শটেও তারা জার্মানির চেয়ে এগিয়েই ছিল দ্বিগুণ ব্যবধানে। কিন্তু কাঙ্খিত গোলের দেখা মিলছিল না কোভাবেই। জার্মান গোলরক্ষক মার্ক টার স্টেগেনকে যখন ফাবিয়ান দরপাল্লার আচমকা শটে পরাস্থ করলেন ততক্ষনে দেরি হয়ে গেছে অনেক। ম্যাচ শেষে এই আক্ষেপের কথাই জানালেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও, ‘কিছু করার মত যথেষ্ঠ সুযোগ আমাদের সামনে ছিল। এমনকি শুরুতেই পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়াতে মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম। আমাদের আন্তঃত আরো দু-একটি গোল বেশি করা উচিত ছিল।’ অপরদিকে জয়ের পুরো কৃতিত্ত¡ যুবাদের দিলেন লো, ‘আমাদের ইয়াং খেলোয়াড়রা পুরো কৃতিত্তে¡র দাবিদার। যা চেয়েছিলাম আমরা তাই পেয়েছি।’
২০১৪ বিশ্বজয়ী কোচ অবশ্য এই ম্যাচ নিয়ে বেশি ভাবছেন না। তার ভাবনায় এখন কেবলই চিলি বিপক্ষের ফাইনাল। এজন্য তাদের আরো বেশি কর্মক্ষম হতে হবে বলে জানিযেছেন তিনি। কারণটাও স্পষ্ট। গ্রæপ পর্বে চিলির সাথে ১-১ গোলে ড্র করেছিল তার দল। আসরের অন্যতম ফেভারিট পর্তুগালকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে এসেছে চিলি। শিরোপা জিততে তাই শিষ্যদের কাছ থেকে বাড়তি কিছু চান লো, ‘রক্ষনাত্মক একটা দলের বিপক্ষে অনেক কাজ করতে হবে আমাদের। তাদেরকে আরো সমস্যায় ফেলতে হলে অবশ্যই আরো চাপ দিতে হবে।’ তিনি বলেন, ‘কোন সন্দেহ নেই, চিলি টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। আমরা চিলিয়ানদের খুব ভালোভাবেই চিনি। এবং আমরা পুরোপুরি নিশ্চিত যে, শিরোপার জন্য তারা সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পড়বে।’
ম্যাচের নায়ক গোরেৎকাও অবশ্য আশ্বস দিয়েছেন লোকে তরুণদের উপর আস্থার প্রতিদান দেয়ার, ‘এখন শিরোপা জয়ের মাধ্যমে আমরা আমাদের উপর রাখা আস্থার প্রতিদান দিতে চাই।’
জার্মানি ৪ : ১ মেক্সিকো



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ