Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একটি ডেইলি সোপের শুটিং থেকে

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : ৬ মার্চ থেকে উত্তরার আপন ঘর শুটিং হাউসে শুরু হয়েছে নতুন ডেইলি সোপ ‘বউ বকা দেয়’-এর শুটিং। মারুফ মিঠুর পরিচালনায় ও মারুফ রেহমানের রচনায় এটি একুশে টেলিভিশনের জন্য নির্মিত হচ্ছে। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন মীর সাব্বির, রিফাত জাহান, মিলা ইসলাম, নয়ন জামানসহ অনেকে। মীর সাব্বিরের আমন্ত্রণে ধারাবাহিকটির শুটিংয়ে এ প্রতিবেদক গিয়েছিলেন। প্রচÐ রোদ। তার উপর টি-২০ এশিয়া কাপের বাংলাদেশ-ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ। রাস্তায় যানজট তো আছেই। খেলা দেখার জন্য সবার মধ্যেই তাড়া। ফটোগ্রাফার স¤্রাটসহ ছুটছি উত্তরা আপন ঘর শুটিং হাউসের উদ্দেশে। টানা দুই ঘণ্টার ধকল শেষে যখন পৌঁছলাম, তখন শুটিং স্পটে লাইট, ক্যামেরা, অ্যাকশন শুরুর প্রস্তুতি চলছে। আর্টিস্টরাও মেকআপ নিচ্ছেন। মেকআপ রুমে উঁকি দিতেই মীর সাব্বিরের দেখা মিলল। তিনি বসার আমন্ত্রণ জানালেন। অন্যদিকে শুটিং শুরু করা নিয়ে পরিচালকের তোড়জোড় শুরু হয়েছে। এই তোড়জোরের কারণ, শুটিং দ্রæত শেষ করে সবাই একসাথে আরাম আয়েশে টি-২০ ফাইনাল খেলা দেখবে। মারুফ মিঠু বললেন, তাড়াতাড়ি শুটিং শেষ করে ফাইনাল খেলা দেখবো, ত্ইা শটগুলো একটার পর একটা শেষ করে দৌঁড়াতে হবে। পুরো শুটিং ইউিনিটের সবার মাঝে উত্তেজনা বিরাজ করছে। শুটিং শুরু হবে এখনই। প্রথম শটে মশিউর রহমানের ক্যামেরায় অংশ নিলেন মীর সাব্বির ও মিলা ইসলাম। শটটা এমনই, মীর সাব্বির রাত করে বাসায় ফিরেন, বউ রাগ করে দরজা খুলে না। অনেক অনুনয়, মীর সাব্বির অনেক অনুনয় বিনয় করছেন, তবুও বউয়ের মন গলে না। দরজা না খোলায় বারান্দার সোফার উপর মন খারাপ করে শুয়ে পড়েন মীর সাব্বির। দৃশ্যটি নিতে একটানা কয়েকবার শটে অংশ নিলেন তারা। পরবর্তী দৃশ্যে খালাম্মার চরিত্রে অভিনয় করা মিলা ইসলাম মীর সাব্বিরকে সোফায় দেখে অবাক হন, সোফায় শুয়ে আছেন তিনি। ‘ওই মিঠু (নাটকে সাব্বিরের নাম) কি হলো, এখানে শুয়ে আছো কেন? বউ কই? মীর সাবির খালার কথা শুনেই উত্তেজিত হয়ে উঠেন। বউ দরজা খুলেনি। এভাবে কিছু সংলাপ পর্ব চলল। পরবতী শট-এর জন্য প্রস্তুতি নেয়ার আগে ৫ মিনিটের বিরতি পড়ে। এই ফাঁকে মীর সাব্বিরের সাথে কথা হয়। নাটকে আপনার চরিত্র এবং গল্প কি ধরনের? এমন প্রশ্নের জবাবে মীর সাব্বির জানান, আজ থেকে শুটিং শুরু হলো। চলতে থাকুক। আশা করছি, ভালো কিছু দাঁড়াবে। আমার ভক্ত ও দর্শকরা আরো একটি মানসম্পন্ন সুন্দর নাটক দেখতে পাবেন-এতটুকুই বলতে পারি। বিরতির পর আবার শুটিং শুরু হলো। শুটিংয়ের একপর্যায়ে বাড়ির ছাদে স¤্রাটের ফটোশুটে অংশ নেন নাটকের শিল্পীরা। ফাঁকে ফাঁকে কথা হয় পরিচালকের সাথে। পরিচালক মারুফ মিঠু বলেন, এটি একটি ফ্যামিলি ড্রামা। শুরু থেকে হাসবেন্ড-ওয়াইফ এর দ্ব›দ্ব নিয়ে এগিয়ে যায়। তারমধ্যে অভিমান, ভালোবাসা, দ্ব›দ্ব চলেই। সাথে মজার কিছু বিষয় ঘটতে থাকে। প্রতি পর্বে এবং গল্পের পরতে পরতে দর্শক মজা পাবেন। সিরিয়াস কিছু বিষয়ও জানতে পারবেন। এরই মধ্যে সময় গড়িয়ে বিকেল হলো। সবার মধ্যে খেলা দেখার তাড়া। আমরাও রওনা দেয়ার প্রস্তুতি নিয়েছি। তার আগে পরিচালক নাটকের পাত্র-পাত্রীর নাম জানান। তারা হচ্ছেন মীর সাব্বির, আরফান আহমেদ, সামিহা, নূর এ আলম নয়ন, রিফাত জাহান, মিলা ইসলাম, মোহাম্মদ মশিউর হক, নয়ন জামান, দিলু, মুনিয়া ইসলামসহ আরও অনেকে নাটকের সাথে যুক্ত হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একটি ডেইলি সোপের শুটিং থেকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ