Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিশ্চয়তার মধ্যেই উচ্চাকাক্সক্ষী জিএসটি বাস্তবায়ন হচ্ছে ভারতে

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের অর্থনীতিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে উচ্চাকাক্সক্ষী ও প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে। আজ (শনিবার) গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) প্রণয়নের মধ্য দিয়ে বিশ্বের দ্রæত বর্ধনশীল এ শীর্ষস্থানীয় অর্থনীতিটি প্রথমবারের মতো একক বাজারে রূপান্তর হবে। যদিও স্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলো অভিযোগ করে বলছে, এ বিশাল পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এখনো পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে পারেনি তারা। জিএসটির মাধ্যমে ভারতে প্রচলিত ডজনখানেক নানা স্তরের শুল্ককে একক করের আওতায় নিয়ে আসা হচ্ছে। আর এর মাধ্যমে দেশের বাণিজ্যকে আরো সহজ করে তোলার প্রতিশ্রæতি দিয়েছে ভারত সরকার। শুধু এ প্রতিশ্রæতি বাস্তবায়নই নয়, দুর্নীতি মোকাবেলার পাশাপাশি কর বা নজরদারির আওতামুক্ত অনানুষ্ঠানিক অর্থনীতিকে ডিজিটাল যুগে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় কোষাগার আরো সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে ভারত। ২০০৬ সালে প্রথম জিএসটি প্রস্তাব করা হয়। জিএসটিকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে আসতেই এক দশক লেগে গেছে। দীর্ঘ সময় ধরে এ নিয়ে আলোচনা, নানা বিতর্কের পর শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হতে যাচ্ছে। তবে জিএসটি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এর সুফল হয়তো না-ও পাওয়া যেতে পারে; বরং প্রাথমিক পর্যায়ে প্রবৃদ্ধির ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাব দেখা যেতে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন।
এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ