Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে শুরু হলো পচা অভিযান

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের কর্তৃপক্ষ রিও ডি জেনেরিওর ৯৫ জন সামরিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মাদক চক্রের কাছে অস্ত্র বিক্রি এবং মাদক বিরোধী অভিযানের বিষয় ফাঁস করে দেয়ার সঙ্গে এ সব পুলিশ কর্মকর্তা জড়িত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদেরকে পচা পুলিশ বলে অভিহিত করা হয়েছে। পুলিশের দুর্নীতি দূর করার লক্ষ্য একে সর্ববৃহৎ তৎপরতা হিসেবে গণ্য করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে মাদক পাচার এবং অন্যান্য অপরাধে জড়িত ৭০ ব্যক্তির বিরুদ্ধেও পৃথক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার এ সব গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং দুপুরের মধ্যেই প্রায় ৫০ জনকে আটকের খবর দেয়া হয়েছে। এদের মধ্যে অর্ধেকই পুলিশ বলে জানানো হয়েছে। বেসামরিক পুলিশের তদন্তকারী ফাবিয়ো বারুকে সাংবাদিকের বলেন, গ্রেফতারকৃত পুলিশরা পচা কমলা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ