Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে হিজড়ার জন্য প্রথম পাসপোর্ট

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এক হিজড়া কর্মীর জন্য পাসপোর্ট ইস্যু করে প্রথম তৃতীয় লিঙ্গের স¤প্রদায়ের মানুষের জন্য এমন পদক্ষেপ নিল পাকিস্তান সরকার। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশাওয়ার নগরীর হিজড়া কর্মী ফারজানা রিয়াজ সরকারের এ পদক্ষেপকে রক্ষণশীল পাকিস্তান সমাজে কোণঠাসা হয়ে থাকা হিজড়াদের জন্য একধাপ অগ্রগামী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। তার পাসপোর্ট পাওয়ার এ সাফল্য বিশ্বে তার স¤প্রদায়ের মানুষদের পক্ষ থেকে প্রচার চালানোর জন্য সহায়ক হবে বলেই মনে করছেন তিনি। তার পাসপোর্টটি কোনও নারী বা পুরুষ হিসাবে উল্লেখ করে নয় বরং এক্স লিঙ্গ উল্লেখ করেই ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন রিয়াজ। হিজড়া অধিকার সংগঠন ট্রান্সঅ্যাকশনের সহপ্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ফারজানা রিয়াজ (৩০) বলেন, এর আগে আমাকে পুরুষ হিসাবে উল্লেখ করে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল। কিন্তু এবার আমি কর্তৃপক্ষকে বলেছি যে, আমাকে তৃতীয় লিঙ্গ হিসাবে উল্লেখ না করা হলে আমি পাসপোর্ট নেব না। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ