Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানিতে সমকামী বিয়ে বৈধতা পেলো

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানিতে সমকামী বিয়েকে বৈধতা দিয়েছেন দেশটির এমপিরা। গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ব্যাপক ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রস্তাবটি। জার্মান চ্যান্সেলর সমকামী বিয়ের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু সাধারণ নির্বাচনের আগ মুহূর্তে বিষয়টি নিয়ে ভোট গ্রহণের ঘোষণা দেন গত সোমবার। এরপরই ভোট অনুষ্ঠিত হয়। অবশ্য চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছেন। মারকেলের রাজনৈতিক প্রতিদ্ব›দ্বীরা প্রস্তাবটির পক্ষে অবস্থান নিয়েছিল। পাস হওয়া আইন অনুসারে, এখন থেকে সমকামীরা (গে ও লেসবিয়ান) বিয়ের পূর্ণ অধিকার পেলেন। একই সঙ্গে তারা সন্তান দত্তকও নিতে পারবেন। জার্মানির আগেই অনেকগুলো ইউরোপীয় দেশ সিভিল ম্যারেজকে আইনি বৈধতা দিয়েছে। এসব ইউরোপীয় দেশের মধ্যে রয়েছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লুক্সেমবার্গ, ফ্রান্স, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ