মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জেরুজালেমে উগ্রপন্থী ইহুদিদের গণপিটুনির শিকার হয়েছেন তিন ফিলিস্তিনি। গণপিটুনির ঘটনাটি এক সপ্তাহ আগে ঘটলেও গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। গণপিটুনির সময় ইসরাইলি পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। মান নিউজ-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। ইসরাইলের দৈনিক পত্রিকা হারেৎজ ভিডিওটি সংগ্রহ করেছে। এতে দেখা যায়, লেহাভা নামে পরিচিত ইসরাইলের উগ্রপন্থী একটি সংগঠনের ৩০ জনের মতো সদস্য তিন ফিলিস্তিনিকে মারধর করছে। ২২ জুন জেরুজালেমের উপকণ্ঠে একটি মিছিল করার সময় এই ঘটনা ঘটে। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দখলকৃত পূর্ব জেরুজালেমে বসবাসরত হামলার শিকার হওয়া ওই তিন ফিলিস্তিনি দৌড়ে ইসরাইলের পুলিশের কাছে যায়। পুলিশ এ সময় ইসরাইলিদের ফিলিস্তিনিদের কাছে যেতে বাধা দিচ্ছিল। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।