Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাপজানের বায়োস্কোপের প্রদর্শনী

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কারুকাজ ফিল্মস পরিবেশিত ও রিয়াজুল রিজু পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র বাপজানের বায়োস্কোপ ৮ ও ৯ মার্চ দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে। প্রদর্শনী অনুষ্ঠানে কারুকাজ ফিল্মসের পরিচালক রিয়াজুল রিজুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। দুই দিনব্যাপী এই প্রদর্শনীতে নামমাত্র প্রবেশ মূল্যের বিনিময়ে চলচ্চিত্রটি উপভোগ করার ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, বাপজানের বায়স্কোপ গত বছরের ১৮ জানুয়ারি দেশব্যাপী ৪১টি সিনেমা হলে মুক্তি পায়। কুষ্টিয়াতে মুক্তি না পাওয়ায় এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করছেন, শতাব্দী ওয়াদুদ, শহিদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, মাসুদ মহিউদ্দিন। কাহিনীকার মাসুম রেজা। সঙ্গীতশিল্পী- এসআই টুটুল, চন্দনা মজুমদার, শতাব্দী ওয়াদুদ, মাসুদ মহিউদ্দিন, শিমুল খান, ফকির জহির উদ্দিন এবং সায়েম বিপ্লব। এটি কারুকাজ ফিল্মস এবং পরিচালকের প্রথম চলচ্চিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাপজানের বায়োস্কোপের প্রদর্শনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ