নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : গত নভেম্বরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলের ফুটবল ক্লাব শাপেকোয়েনসের ভাগ্যে কি ঘটেছিল তা নিশ্চয় ভুলে যাননি। ঐ ঘটনার পর ‘শাপেকোয়েন্স’ নামটাই যেন হয়ে গেছে ‘নির্মম বেদনা’র প্রতিশব্দ। বিশ্বের লক্ষ-কোটি ফুটবল অনুরাগীদের মত সেদিন কেঁদে উঠেছিল স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনাও। যে কারণে সেদিনের ঘটনায় নিহত খেলোয়াড়-কর্মকর্তাদের স্মরণে দলটির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। আগামী ৭ আগস্ট বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বার্সেলোনা তাদের নিজস্ব ওয়েবসাইটে নিশ্চিত করেছে বিষয়টি। এক বিবৃতিতে তারা লিখেছে, ‘২৯ নভেম্বর ২০১৬, বিমান দুর্ঘটনায় নিহত হওয়া ৭১ জনের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশে আমরা শাপেকোয়েনসের বিপক্ষে এবারের হুয়ান গাম্পার ট্রফি খেলতে চাই। বার্সা আশা করে শাপেকোয়েনস যেন প্রাতিষ্ঠানিকভাবে ট্রজেডির আগের সেই রূপে ফিরতে পারে এবং আগের প্রতিযোগিতামূলক জায়গাটা ফিরে পায়।’
গত বছরের ২৯ নভেম্বর কলম্বিয়ায় কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় পড়েন শাপেকোয়েনস ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। বিমানে থাকা ৭৭ জনের মধ্যে ৭১ জনই নিহত হন। শাপেকোয়েনস ফুটবল দলের ২২ জন ঐ বিমানে ছিলেন। এরমধ্যে খেলোয়াড় ও দলের স্টাফসহ ১৯ জন প্রাণ হারান। মাত্র তিনজন খেলোয়াড় অলৌকিকভাবে বেঁচে যান। তবে তাদের নিয়তি এখন হুইল চেয়ারে বন্দি।
বিভিন্ন ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় নিজেদের নতুনভাবে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে শাপেকোয়েনস। ২৫ জন খেলোয়াড়কে নতুনভাবে চুক্তিবদ্ধ করেছে তারা। নয়জন এসেছে যুব দল থেকে। দলটিকে সহযোগীতার অংশ হিসেবে এবার এগিয়ে এসেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে এদিন বিজয়ী দল লাভ করবে হুয়ান গাম্পার ট্রফি। ফুটবল ক্লাব বার্সেলোনার প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পারের স্বরণে এটি তাদের ৫২তম আসর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।