Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরে দাঁড়াতে পারবে উইন্ডিজ?

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠেও ভাগ্যকে পাশে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে তারা পিছিয়ে ১-০ ব্যাবধানে। প্রথমটি বৃষ্টিতে ভেসে না গেলে তাদের ভাগ্যে কি লেখা হত তা নিয়তিই ভালো জানে। এই করুণ অবস্থা কাটিয়ে উঠতে চায় ক্যারিবীয়রা। এজন্য শেষ তিন ম্যাচের দলেও তারা এনেছে পরিবর্তন। পরিবর্তিত সেই দল কেমন তার প্রমাণ মিলবে আজই। সিরিজের তৃতীয় ওয়ানডেতে এন্টিগায় আজ মুখোমুখি হবে দু’দল।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামে ভারত। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ওয়ানডে ১০৫ রানের বড় ব্যবধানে জিতে যায় ভারত। নিজেদের মাঠে এমন করুণ পরাজয়ের ফের থেকে বের হতে চায় ক্যারিবীয়রা। ঘুরে দাঁড়ানোর আশায় পরিবর্তিত দলে প্রথমবারের মত অন্তর্ভুক্তি হয়েছে ২৮ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান কেইল হোপ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান সুনীল আমব্রিসের নাম। ওয়েস্ট ইন্ডিজ দলের নিয়মিত খেলোয়াড় শাই হোপের আপন ভাই কেইল হোপ। ২৪ বছর বয়সী আমব্রিস বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান জোনাথান কার্টান ও ডান হাতি ফাস্ট মিডিয়াম বোল কেসরিক উইলিয়ামসের স্থলাভিষিক্ত হয়েছেন।
আগের ম্যাচের ব্যবর্থতা মেনে এই ম্যাচে ভালো করতে চান ক্যারিবীয় উইকেটরক্ষক শাই হোপ, ‘দ্বিতীয় ওয়াডেতে আমাদের ব্যাটিং-বোলিং কোনটিই ভালো হয়নি। আমাদের আরও ভালো পারফরমেন্স করতে হবে। ভারতের ব্যাটিং বিশ্বসেরা, বোলিং-ও বেশ ভালো। তাই দু’বিভাগে আমাদের আরও উন্নতি করতে হবে। ভালো পারফরমেন্স করতে পারলে, সিরিজে সমতা আনা সম্ভব হবে।’
এদিকে তৃতীয় ওয়ানডে জিতে লিডটা আরো বাড়াতে চায় ভারত। আগের ম্যাচের নায়ক আজিঙ্কে রাহানে বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি। এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে। দলের সবাই তাদের দায়িত্ব ভালোভাবে পালন করছে। তৃতীয় ম্যাচেও আমরা ভালো পারফরমেন্স করতে চাই এবং সিরিজে ডাবল লিড নিতে চাই। তাতে সিরিজ জয়ের সুযোগও তৈরি হয়ে যাবে। সেই লক্ষ্য পূরণের জন্যই অ্যান্টিগায় আমরা মাঠে নামবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ