Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র ছাড়াই ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বাড়বে

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ন্যাটোর সদস্য দেশগুলো চলতি বছর প্রতিরক্ষা খাতে ৪ দশমিক ৩ শতাংশ ব্যয় বাড়াবে। তবে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির এ কাতারে থাকছে না যুক্তরাষ্ট্র। ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জেনস স্টলটেনবার্গ বলেন, চলতি বছর প্রতিরক্ষা খাতে ৪ দশমিক ৩ শতাংশ হারে ব্যয় বাড়বে। এ নিয়ে টানা তিন বছর প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব আমরা। এদিকে প্রতিরক্ষা ব্যয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে আরো বেশি করে অবদান রাখার আহŸান জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রধানদের বৈঠকেও তিনি একই কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এ দাবিকে চলনসই উল্লেখ করে ন্যাটোপ্রধান বলেছেন, সামরিক ব্যয়ভার বহনের মাত্রা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তাকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি আমরা এটিও বুঝতে পারছি যে, জোটের সদস্যদেরকে প্রতিরক্ষা খাতে আরো বেশি ব্যয় করতে হবে। প্রসঙ্গত, ২০১৪ সালে ওয়েলসে এক সম্মেলনে ন্যাটোর সদস্য দেশগুলো এক দশকের মধ্যে প্রতিরক্ষা খাতে ব্যয় বার্ষিক অর্থনৈতিক উত্পাদনের ২ শতাংশে উন্নীত করার প্রতিশ্রæতি দেয়। সদস্য দেশগুলোর এ প্রতিশ্রæতি আবারো স্মরণ করিয়ে দিয়েছেন ন্যাটোপ্রধান। তবে তখন থেকে এ পর্যন্ত মাত্র পাঁচটি দেশ (যুক্তরাষ্ট্র, গ্রিস, ব্রিটেন, এস্তোনিয়া ও পোল্যান্ড) এ বেঞ্চমার্ক অর্জন করতে পেরেছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ