মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে বিদেশী গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা বাড়িয়েছে। অভিযোগ করে তিনি বলেন, সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সহায়তা যুগিয়ে এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর মাধ্যমে এ সব তৎপরতা জোরদার করা হচ্ছে। রুশ পররাষ্ট্র গোয়েন্দা সংস্থার সদর দফতরের দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। সংস্থাটির ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোয়েন্দা কর্মকর্তাদের শুভেচ্ছা জানাতে এ দফতর পরিদর্শনে যান তিনি। তিনি বলেন, দেখা যাচ্ছে যে রাশিয়া ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে বিদেশী গোয়েন্দা তৎপরতা ক্রমেই বাড়ছে। রুশ অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং সম্পদের সক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি। এ লক্ষ্যে নতুন নতুন এজেন্ট নিয়োগ দেয়া, সাইবার হামলা চালানোসহ নানা তৎপরতা বিদেশী গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া, রাশিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে কোনো কোনো গোয়েন্দা সংস্থা সন্ত্রাসী ও উগ্রবাদী গোষ্ঠীগুলোকেও সমর্থন করছে বলেও অভিযোগ করেন তিনি। অপর এক খবরে বলা হয়, সিরিয়ায় যেকোনো মার্কিন হামলার জবাব দেয়া হবে বলে বলেছেন ল্যাভরভ। তিনি বলেন, কথিত রাসায়নিক হামলা প্রতিহত করার অজুহাতে আমেরিকা যদি সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালায় তাহলে রাশিয়া একই ধরনের পাল্টা ব্যবস্থা নেবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো। তিনি আরো বলেন, মার্কিন সরকার তার কথিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে তিনি আশা করছেন। কারণ, সেক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপ হবে। এর আগে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ সিরিয়ায় একতরফা সামরিক পদক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেন। তিনি বলেন, সিরিয়ার সেনাবাহিনী মার্কিন বাহিনীর জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করছে না। কাজেই মার্কিন বাহিনী সিরিয়ার সরকারি অবস্থানে হামলা চালালে তা হবে মারাত্মক উস্কানি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস গত মঙ্গলবার অভিযোগ করেন, হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে ব্যাপকভাবে তৎপর হয়ে উঠেছে সিরিয়ার সেনাবাহিনী। এ থেকে বোঝা যায়, ওই ঘাঁটি থেকে রাসায়নিক হামলা চালাবে সিরিয়া; যার ফলে নিরপরাধ শিশুসহ ব্যাপক সংখ্যক মানুষ মারা পড়বে। তাস, আরটি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।