মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের কাছে হংকং হস্তান্তরের ২০ বছর পূর্তিতে প্রথমবারের মতো হংকং সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। গতকাল বৃহস্পতিবার সস্ত্রীক হংকং পৌঁছান তিনি। স্ত্রী পেং লিউয়ানকে নিয়ে তিনি হংকংয়ের চেক লাপ কক বিমানবন্দরে নামলে একটি সুসজ্জিত ব্যান্ড দল ও পতাকা নাড়িয়ে শিশুরা তাদেরকে স্বাগত জানায়। সফরে ১ জুলাই যুক্তরাজ্যের কাছ থেকে হংকং ফিরে পাওয়ার ২০ বছর পূর্তির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে হংকংজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক দেশ, দুই পদ্ধতি ফর্মুলার অধীনে ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয় যুক্তরাজ্য। এই ফর্মুলার অধীনে হংকং চীনের কাছ থেকে স্বায়ত্তশাসন ও স্বাধীন বিচার ব্যবস্থার নিশ্চয়তা পেয়েছে। যুক্তরাজ্যের সাবেক এই উপনিবেশের বিষয়গুলোতে চীনের ক্রমবর্ধমান হস্তক্ষেপের কারণে হংকংয়ের সঙ্গে চীনের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। জিনপিংয়ের সফরের সময় হংকংজুড়ে বেইজিংপন্থি দলগুলোর ও বেইজিং-বিরোধীদের বিশাল সমাবেশ হওয়ার কথা রয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।