Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য চুরি করে সাইবার হামলা?

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউক্রেন থেকে শুরু হওয়া এবারের সাইবার হামলা এরইমধ্যে অন্তত ৮টি দেশে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অন্তত ৮ দেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থা সাইবার হামলায় আক্রান্ত হয়েছে। গত মাসেই একযোগে ৭৪টি দেশে সাইবার হামলার পর বিশেষজ্ঞরা নতুন হামলার ব্যাপারে সতর্ক করেন। তারা বলছেন, এবারের হামলায় ব্যবহৃত র‌্যানসামওয়্যারটি হলো এটার্নাল বøু। বিগত হামলায় ব্যবহৃত ওয়ানাক্রাই-এর মতো এটিও মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে ফাঁস হয়েছে। অবশ্য এনএসএ এ ব্যাপারে কোনও মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে। এরইমধ্যে রাশিয়া, ব্রিটেন, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, নরওয়ে পেরিয়ে অস্ট্রেলিয়া এবং ভারত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন বিগত বৈশ্বিক সাইবার হামলার মতো করে এবারও ব্যবহৃত হয়েছে ওয়ানাক্রাই ধারার এক র‌্যানস্যামওয়্যার। এই কোডটিও মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে চুরি করা বলে ধারণা করা হচ্ছে। প্রকৃতপক্ষে প্রতিটি সফটওয়্যারেই নিরাপত্তা সাইবার হামলা চালানো হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ