Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলমান হত্যার প্রতিবাদে ভারত ব্যাপী বিক্ষোভ

| প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একটি বেসরকারী সংস্থার হিসাবে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১৩টি ঘটনায় মুসলমান ব্যক্তিকে চিহ্নিত করে মারধর করা হয়েছে। গত তিনমাসে এধরনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে অন্তত ছয়জন মুসলমানের। ভারতে একের পর এক মুসলমানদের পিটিয়ে হত্যার ঘটনায় গত বুধবার প্রতিবাদ বিক্ষোভে নেমেছিলেন নাগরিক সমাজ তথা নট ইন মাই নেম নামের সংগঠন। এদিন দিল্লি থেকে তিরুঅনন্তপুরম, কলকাতা থেকে মুম্বই, এমনকী লন্ডন, কেমব্রিজ হয়ে আমেরিকার বস্টন পর্যন্ত আমজনতা রাস্তায় নেমে কোথাও শ্লোগান তুলে, কোথাও প্ল্যাকার্ড ধরে নীরবে দাঁড়িয়ে একটি কথাই বললÑ ভাই, আমি তোমার দলে নেই। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরেই ভারতের অসহিষ্ণুতা আর হিন্দুত্ববাদীদের দাপট বাড়তে শুরু করে। দাদরির মহম্মদ আখলাক থেকে আলওয়ারের পেহলু খানের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা তার দিকেই ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ ট্রেনে হরিয়ানার বল্লভগড়ের কিশোর জুনেইদের মৃত্যুতে বিক্ষোভের ডাক দেন নাগরিক সমাজ। নট ইন মাই নেম নামের এই আন্দোলনের প্রথম ডাক দিয়েছিলেন তথ্যচিত্র পরিচালক সাবা দেওয়ান। গত বুধবার সন্ধ্যা ৬টায় দিল্লির যন্তর-মন্তরে জমায়েত হয়ে নীরব প্রতিবাদে শামিল হতে বলেছিলেন তিনি বন্ধুদের। সেই প্রতিবাদই ছড়িয়ে পড়ে সারা ভারতে। কলকাতা, এলাহাবাদ, বেঙ্গালুরু, চÐীগড়, জয়পুর, হায়দরাবাদ, কোচি, লখনৌ, পটনা, পুণে, চেন্নাইÑ নির্ভয়ার মৃত্যুর পরে ভারতজুড়ে সাধারণ নাগরিকের এমন অরাজনৈতিক প্রতিবাদ হয় সম্ভবত এটাই প্রথম বলে জানিয়েছে সংবাদমাধ্যম। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ