পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে। হামলায় বন্ধু প্রতিম বেশ কয়েকটি দেশের নাগরিক শাহাদাত বরণ করায় খুব সুষ্ঠুভাবে তদন্ত করে নির্ভুল চার্জশিট দেয়ার চেষ্টা করা হয়েছে। আর এ জন্যই একটু বেশি সময় লেগেছে। ঈদের ছুটি শেষে গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। তবে কবে নাগাদ এ চার্জশিট দেয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যমকর্মীদের তিনি শুধু জানান, শিগগিরই নির্ভুল ও নিখুঁত চার্জশিট আদালতে দাখিল করা হবে। এদিকে কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ ছাড়াই সারাদেশে নিরাপদে ঈদ উদযাপন শেষ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট্র সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী।
তিনি বলেন, ঈদ আনন্দ নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই পরিশ্রম করেছে। এর আগে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরায় জঙ্গিরা হামলা চালিয়ে ২ জন পুলিশ ছাড়াও জিম্মি ২০ দেশি-বিদেশিকে নৃশংসভাবে হত্যা করে। ২০ জিম্মির মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি। পরদিন ভোরে সেনা বাহিনীর অভিযানে ৫ জঙ্গিও নিহত হয়। হলি আর্টিজানে হামলার এক বছর পূর্ণ হতে যাচ্ছে- তদন্ত কতদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজান এক বছর পূর্র্ণ হতে যাচ্ছে। এখানে আমাদের শুধু দেশি নয়, ইটালিয়ান, জাপানিজ, ইন্ডিয়ান ও বাংলাদেশ বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নিহত হয়েছেন, শাহাদাতবরণ করেছেন।
তিনি বলেন, আমরা সেজন্য অত্যন্ত দুঃখিত। আমাদের রাষ্ট্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু শোক প্রকাশ করেননি, যথাযোগ্য সেখানে যা করার তিনি তা করেছেন। আমাদের সেই দিনটা একটা টার্নিং পয়েন্ট ছিল। টার্নিং পয়েন্ট এই জন্য আমরা বুঝতে পেরেছিলাম যে এই জঙ্গিরা কী চায়? কী তাদের উদ্দেশ্য, কারা এর আশ্রয়-প্রশ্রয়দাতা কিংবা কারা এর অর্থায়ন করছে। সবগুলো বিষয় আমরা এই ঘটনাটি ঘটার পরে আমরা খুব সু²ভাবে দেখেছি এবং সেজন্যই আমাদের চার্জশিট দিতে একটু সময় নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।