Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাহারোলে কিশোর খুনের ২৬ দিন পর মামলা আটক ১

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুরের কাহারোলে কিশোর ধন্য চন্দ্র রায়কে পিটিয়ে হত্যার ২৬ দিন পর ২৮ জুন মামলা রেকর্ড করে একজনকে আটক করা হয়েছে। দীর্ঘ ২৬ দিনে থানায় মামলা রেকর্ড না হওয়ার ঘটনায় ক্ষুদ্ধ সতির্থরা সামজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। অতঃপর গতকাল মামলাটি রেকর্ড করে পুলিশ। গত ২ জুন বিকেলে উপজেলার বিরোলী গ্রামে জমির ছাগলে বীজ তলা খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় ১০ম শ্রেনীর ছাত্র ধন্য চন্দ্র রায় (১৬) কে প্রতিপক্ষের লোকজন উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ধন্য রায়কে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যেয়ে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। তার পিতার নাম মৃত নন্দি চন্দ্র রায়। তাৎক্ষনিকভাবে তাকে কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। প্রভাবশালীদের সহযোগিতায় পুলিশ হত্যা মামলাটিকে ধামা চাপা দেয়ার চেষ্টা চালায়। প্রথমে এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। এ জন্য সাধারণ ইউপি মামলা রেকর্ড করে। পরে নিহতের মাতা পারোনা বেওয়া দিনাজপুর চীফ জুডিশিয়াল আদালতে মামলা করে। মামলায় আসামী করা হয় তারাপুর গ্রামের শাহজাহান, আবুল কালাম, জব্বার, আবুল বাশার, তাজুল ইসলাম ও আনু। এ নিয়ে সামাজিক গণমাধ্যমে ব্যাপক লেখালেখি হতে থাকে। অগ্যতা বাধ্য হয়ে পুলিশ ২৭ জুন রাতে অভিযুক্ত প্রধান আসামী শাজাহান আলীকে আটক করে। পরে গতকাল ২৮ জুন কাহারোল থানায় ৬ জনকে আসামী করে পারোনা বেওয়ার মামলাটি রেকর্ড করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ