Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে স্টীল মিলের স্টোরকিপার হত্যা

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল কাদির মজুমদার (৫০) নামে এক রড মিলের স্টোরকিপারকে শ^াসরোধ ও মুখ থেতলে দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৬ জুন) রাত ১০ টায় উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার আহম্মদ রি-রোলিং এন্ড স্টীল মিলের কোয়াটারের একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল কাদির মজুমদার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দিকদাইর এলাকার গফুর মজুমদারের ছেলে। আব্দুল কাদির মজুমদার দীর্ঘ ২০ বছর ধরে আহম্মদ রি-রোলিং এন্ড স্টীল মিলে ষ্টোর কিপার হিসেবে কাজ করে আসছিলো। আব্দুল কাদির মজুমদার আহম্মদ রি-রোলিং এন্ড স্টীল মিলের কোয়াটারের একটি কক্ষে বসবাস করতেন। পুলিশ জানায়, আব্দুল কাদির মজুমদার ঈদের ছুটিতে দেশের বাড়িতে যাওয়ার কথা ছিলো। বাড়িতে না যাওয়া পরিবারের লোকজন ওই কারখানায় খোজখবর নেন। আব্দুর কাদির মজুমদারের কক্ষ গত দুইদিন ধরে তালাবন্ধ ছিলো। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন মিল কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসন তালা ভেঙ্গে দেখতে পান আব্দুল কাদির মজুমদারের মরদেহ পড়ে আছে। পরে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দূর্বৃত্তরা আব্দুর কাদির মজুমদারকে শ্বাসরোধে ও মুখ থেতলে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে, শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকা থেকে মিলন হাওলাদার (৩৩) নামে ঠিকাদারের মরদেহ উদ্ধার করা হয়। তাকেও দুর্বৃত্তরা শ^াসরোধ ও মুখ থেতলে দিয়ে হত্যা করে।
মিলন হাওলাদার মিলন ফরিদপুর জেলার সদরপুর থানার পশ্চিম আমিরাবাদ এলাকার মৃত তাছের হাওলাদারের ছেলে। মিলন হাওলাদার রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকার মোজাম্মেল মিয়ার বাড়িতে বসবাস করে স্টীল সেট নির্মাণ ঠিকাদারী ব্যবসা পরিচালনা আসছিলো।
অপর দিকে, একই দিন উপজেলার ব্রাহ্মনখালী এলাকায় পুর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের লোকজন উজ্জল মিয়া (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে। পুলিশ এ ঘটনায় হযরত আলী নামে এক জনকে গ্রেফতার করেছে। নিহত উজ্জল মিয়া ব্রাহ্মনখালী এলাকার কফিল উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হত্যাকান্ড গুলোর রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জ

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ