নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জার্মানীর সুহলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শুটিংয়ের টার্গেট স্প্রিন্টে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের তিন শুটার। প্রতিযোগিতা শেষে গতকাল দেশে ফিরেছেন তারা। আসরে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অংশ নেন বাংলাদেশের রবিউল ইসলাম, অর্নব সারার ও আবু সুফিয়ান। এদের মধ্যে রবিউল ৬২০.১ স্কোর করে ২৫তম, অর্নব ৬১৭.৮ স্কোরে ৩৯তম এবং আবু সুফিয়ান ৬১৭.৪ স্কোরে ৪৩তম স্থান পান। এই ইভেন্টে বিশ্বের বিভিন্ন দেশের ১১৬ জন শুটার অংশ নেন। বাংলাদেশের তিন শুটারের মধ্যে অপেক্ষাকৃত রবিউলই কিছুটা ভালো পারফরমেন্স করেছেন। দেশে ফিরে তিনি বলেন, ‘সকালে ঢাকায় ফিরে রাতে পাবনায় এসেছি। অনেক বড় সফর মনে হচ্ছে। জার্মানিতে বড় একটি গেম। এমন টুর্নামেন্টে পদক নয়, আমাদের জন্য আপাতত ভালো ফল করাই লক্ষ্য। এই আসরে অংশ নিয়ে অভিজ্ঞতা আগের চেয়ে বেড়েছে। আত্মবিশ্বাসও বেড়েছে।’ অর্নব সারারের কথা, ‘জার্মানীতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। সেখানে বিভিন্ন দেশের নামী দামী শুটারদের সঙ্গে কথা হয়েছে। তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। এগুলো ভবিষ্যতে আমাকে অনেক সহযোগিতা করবে। বিদেশে এমন টুর্নামেন্টে অংশ নিতে পারলে আমাদের অনেক অভিজ্ঞতা হয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।