Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইটেল স্পন্সর ২১৯৯ কোটি!

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চাইনিজ মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো আগামী পাঁচ মৌসুমের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্বত্ত¡ কিনে নিয়েছে। এজন্য ২১৯৯ কোটি রুপি (প্রায় ৩৪১ মিলিয়ন ইউএস ডলার) গুনতে হয়েছে ভিভোকে। যা পূর্বের থেকে প্রায় ৪৫৪ শতাংশ বেশি! ২০১৫ সালে পেপসিকোর থেকে আইপিএল স্বত্ত¡ পেয়েছিল ভিভো। ২০১৬ ও ২০১৭ মৌসুমের জন্য ১০০ কোটি রুপি গুনতে হয়েছিল ভিভোকে।
আইপিএলের টাইটেল স্পন্সর থেকে এমন বিশাল অর্থ আসায় খুশি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই’র সিও রাহুল জোহরী বলেন, ‘ভিভো গত দুই মৌসুমে আইপিএলের স্পন্সর করেছিল। আগামী বছর গুলোর জন্য তারা যে পরিমাণ অর্থ দিচ্ছে সেটাই প্রমাণ করে আইপিএলের উপর তাদের আগ্রহ ও প্রতিশ্রæতির কথা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ