Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি ভারত-যুক্তরাষ্ট্রের

সাংবাদিকদের প্রশ্ন করতে দিলেন না ট্রাম্প-মোদি

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দিয়ে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো পরস্পর মুখোমুখি বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গত সোমবার হোয়াইট হাউজে বৈঠক শেষে মোদি ও ট্রাম্প যৌথ বিবৃতি দিয়েছেন। কিন্তু কেউ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন গ্রহণ করেননি। বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন ট্রাম্প। তিনি বলেন, ন্যায্য ও দ্বিপাক্ষিকতার ভিত্তিতে আমাদের দেশে চাকরির বাজার সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক সম্পর্ক গড়ে তুলতে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। পক্ষান্তরে মোদি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রে প্রাথমিক অংশীদার এবং তার নতুন ভারত পরিকল্পনার সঙ্গে ট্রাম্পের মেকিং আমেরিকা গ্রেট অ্যাগেইন কর্মসূচি একই বিন্দুতে মিলে গেছে। বৈঠকে সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। মোদি অবশ্য সন্ত্রাসবাদে মদদের জন্য পাকিস্তানের দিকেই অভিযোগের আঙ্গুল তাক করেছেন। মোদি জানান, সন্ত্রাসের মোকাবিলায় এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলগুলি ভেঙে দেওয়ার কাজে যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে কাজ করবে। ট্রাম্পও বলেন, জঙ্গি সংগঠন ও মৌলবাদী মতাদর্শে মদতকারীদের উপড়ে ফেলতে উভয় দেশই দৃঢ়প্রতিজ্ঞ। কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসবাদকে আমরা ধ্বংস করবই। সিএনএন, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ