মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনা রাষ্ট্রীয় দৈনিক গেøাবাল টাইমস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বেইজিংয়ের উত্থান মোকাবেলার চেষ্টায় মার্কিন-ভারত জোট বিপর্যয়কর ফলাফল ডেকে আনতে পারে। হোয়াইট হাউজে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বৈঠক করছিলেন তখন এ মন্তব্য করে দৈনিকটি। গেøাবাল টাইমসে প্রকাশিত নিবন্ধে আরো বলা হয়েছে, চীনের ওপর ভূরাজনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্যে ভারতের সঙ্গে জোট বাঁধছে আমেরিকা। এ ছাড়া, মার্কিন কৌশলের অংশ হিসেবে চীনকে ঠেকানোর ভূমিকা যদি ভারত নেয় তাতে নয়াদিল্লির স্বার্থ রক্ষা হবে না। এতে বিপর্যয়কর ফলাফলও ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। জোট নিরপেক্ষ নীতি ছেড়ে ভারত যদি আমেরিকার গুটিতে পরিণত হয় তবে কৌশলগত সংকটে পড়বে দেশটি। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় নতুন ভূরাজনৈতিক সংঘাতের সূচনা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীনা দৈনিকটি। গেøাবাল টাইমস, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।