Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিকভাবে কার্যকর করার পক্ষে মত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে চেয়েছিলেন। তবে তা আটকে দিয়েছিল নিম্ন আদালত। গত সোমবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের আদেশ আংশিক বহাল রাখে। জানা যায়, হোয়াইট হাউসের জরুরি একটি অনুরোধ আমলে নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করার অনুমতি দেন আদালত। এ ব্যাপারে আদালত বলেছে, ট্রাম্পের নীতিমালা রাখা হবে কি না সে বিষয়ে আগামী অক্টোবরে বিবেচনা করা হবে। তবে এই সময়ের মধ্যেও সব বিদেশী নাগরিক ওই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। এই আদেশের পর থেকেই এ দেশগুলোর ভিসা পাওয়া লোকজনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছিলেন না। অনেকে বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন। ট্রাম্পের ওই নির্বাহী আদেশের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর প্রায় ৬০ হাজার মার্কিন ভিসা বাতিল হয়ে যায়। প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ হয়। ফেব্রুয়ারি মাসেই ওয়াশিংটন অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক জেমস রবার্ট প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা স্থগিত করেন। কিন্তু প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী বিমানবন্দরে ভিসাধারীদের হয়রানি চলতে থাকে। এবং ট্রাম্পও আদেশ কার্যকরে বদ্ধপরিকর বলে ঘোষণা দেন। এরপর ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে। আপিলকারীদের মধ্যে ট্রাম্প ছাড়াও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলি এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ছিলেন। আপিলে ট্রাম্প প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে জরুরি পদক্ষেপ নেয়া দরকার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ