মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : লেবাননী মুদি দোকানদার আলি খিয়ামি তিন বছরের মধ্যে তার দোকানে ছয় জন স্টাফ নিয়োগ দিয়েছেন, সম্পত্তি কিনেছেন এবং তার ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। সিরীয় শরণার্থীদের জন্যে জাতিসংঘের ডেবিট কার্ডের কল্যাণে তার দোকানের বিক্রি বেড়েছে, বদলে গেছে তার ভাগ্য। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাস্তুচ্যুত সিরীয় নাগরিকদের প্রত্যেককে মাসে ২৭ মার্কিন ডলার করে দেয়া হচ্ছে। শরণার্থীরা নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ইলেক্ট্রনিক কার্ডের মাধ্যমে এই অর্থ ব্যবহার করে। আর এর মাধ্যমে শরণার্থী যেমন তেমনি উপকৃত হচ্ছেন লেবাননের দোকান মালিকরা। খাইমি বলেন, জাতিসংঘের এই কর্মসূচী আমার জীবন বদলে দিয়েছে। আমি বৈরুতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছি এবং আমার তিন সন্তানের কলেজের খরচ যোগাতে পারছি। ডবিøউএফপিতে নিবন্ধন করার পর থেকে খিয়ামির ব্যক্তিগত আয় অনেক বেড়ে গেছে। প্রতি মাসে তার আয় ২ হাজার মার্কিন ডলার থেকে বেড়ে ১০ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে। তিনি তার সমস্ত ঋণ পরিশোধ করতে পেরেছেন। তিনি বলেন, আগে আমি বছরে প্রায় ৫ লাখ লেবাননী পাউন্ড মালামাল বিক্রি করতে পারতাম। এখন প্রতি বছর আমার বিক্রির পরিমাণ ত্রিশ কোটি লেবাননী পাউন্ডে দাঁড়িয়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে তার দোকানের মতো ৫শ’টি দোকান জাতিসংঘের ডবিøউএফপি কর্মসূচিতে অংশ নিয়েছে। ৪০ লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশ লেবাননে পার্শ্ববর্তী সিরিয়ার প্রায় ১০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর ২০১১ সাল থেকে বাড়িঘর ছেড়ে প্রাণ বাঁচাতে তারা লেবাননে পালিয়ে আসে। সিরীয় শরণার্থীদের ঢেউ লেবাননের পানি, বিদ্যুৎ ও স্কুল সংকটকে আরো তীব্রতর করেছে। বিশ্ব ব্যাংক জানিয়েছে, সিরীয় সংকট আনুমানিক ২ লাখ লেবানিজকে দারিদ্র্যের হুমকির মধ্যে ফেলেছে। জাতিসংঘের এই স্কেম প্রোগ্রামের আওতায় সাত লাখ সিরীয় শরণার্থী উপকৃত হয়েছে। শরণার্থীদের কারণে লেবাননের অর্থনীতির ওপর যে চাপ ছিল, তা কিছুটা কমেছে। ডবিøউএফপি প্রোগ্রামের আওতায় শরণার্থীরা লেবাননের দোকান থেকে কেনাকাটা করায় দেশটির অর্থনীতিও কিছুটা চাঙ্গা হচ্ছে। ২০১২ সালে প্রোগ্রামটি শুরুর পর থেকে সিরীয় শরণার্থীরা লেবাননের নিবন্ধিত অংশীদার দোকানগুলো থেকে ৯০ কোটি মার্কিন ডলারের পণ্য ক্রয় করেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।