Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতে হিন্দির প্রতিবাদে দক্ষিণের রাজ্যগুলোতে আন্দোলনের হুমকি

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হিন্দিকে ভারতের জাতীয় ভাষা বলায় প্রবল সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। দক্ষিণ রাজ্যগুলোতে হিন্দি ভাষার ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক বেশ কিছুদিন আগে থেকেই। কয়েকটি রাজনৈতিক আন্দোলনে নামার হুমকিও দিয়েছে। এর মধ্যে গত শনিবার কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এম. ভেঙ্কাইয়া নাইডু বলেন, হিন্দি আমাদের জাতীয় ভাষা। হিন্দি ছাড়া আমরা প্রগতির পথে এগোতে পারবো না। বর্তমান যুব সমাজের ইংলিশ-প্রীতি নিয়েও মন্তব্য করেন নাইডু। তিনি বলেন, আমি ইংলিশের বিরোধী নই। কিন্তু, চাকরির জন্য আজকাল সবাই ইংলিশে জোর দিচ্ছে। সমস্যা হল, এর জেরে তাঁদের মানসিকতাও পালটে যাচ্ছে। এটাই দুঃখজনক বিষয়। এদিকে দক্ষিণের রাজ্যগুলোতে হিন্দি ভাষা ব্যবহারের প্রতিবাদে কর্নাটক জনতা দল, তামিলনাড়ুর উগক ইতিমধ্যেই আন্দোলনের হুমকি দিয়েছে। উগক নেতা এম কে স্ট্যালিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তামিলনাড়–র কোনও রাস্তায় হিন্দি লেখা দেখলেই, তীব্র আন্দোলন হবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ