Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অর্ধশতাব্দীর বিদ্রোহের অবসান ঘটালো ফার্ক

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের অবসান ঘোষণা করলো কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফার্ক। ৫০ বছরেরও বেশি সময় ধরে তারা দেশটিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছিলো। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে একথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাবেক এই গেরিলা গোষ্ঠী এখন একটি রাজনৈতিকদল গড়ে তুলবে। গত বছর করা শান্তিচুক্তি অনুযায়ী অস্ত্র জমাদান অনুষ্ঠানে ৭ হাজার ১শ’ ৩২টি অস্ত্র জমা দেয় তারা। ৫২ বছরের এই বিদ্রোহে প্রাণ হারিয়েছে ২ লাখ ৬০ হাজার মানুষ। অস্ত্র জমাদান অন্ষ্ঠুানে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, এবার সত্যিকার অর্থেই শান্তি ফিরে এসেছে এবং এটা থাকবেই। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ