Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুগলকে ২৭০ কোটি ডলার জরিমানা

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গুগলের সার্চ ফলাফলের অপব্যবহার করার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট গুগলকে রেকর্ড ২৭০ কোটি ডলার (২৪২ কোটি ইউরো) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপে গুগলের সার্চ ফলাফলে নিজেদের পণ্য আগে দেখানোর মাধ্যমে বাজারে জনপ্রিয় এ সেবাটিকে অনৈতিক ব্যবহারের অভিযোগ করেছে ইইউ। সার্চ ইঞ্জিন ব্যবহার করে গুগলের অন্য পণ্য, বিশেষ করে শপিং ব্যবসায় ট্রাফিক টেনে নেওয়ার অভিযোগ করা হয়েছে। বিবিসি ও দ্য ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, গত মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতাবিষয়ক কমিশন এক রায়ে বলেছে, গুগল যদি আরো জরিমানার মুখোমুখি হতে না চায়, তাহলে ৯০ দিনের মধ্যে তাদের ওই অনৈতিক আচরণ বন্ধ করতে হবে। গুগল এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বিবেচনা করছে। ইউরোপীয় কমিশন বলেছে, অসদাচরণ শোধরানোর জন্য গুগলের হাতে তিন মাস সময় আছে। এই সময়ের মধ্যে গুগল তার আচরণে পরিবর্তন না আনলে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বিশ্বজুড়ে দৈনিক গড় আয়ের পাঁচ শতাংশ করে জরিমানা প্রদানে বাধ্য করা হবে। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে এই জরিমানা হতে পারে দৈনিক প্রায় এক কোটি ৪০ লাখ ডলার। রয়টার্স, এপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ