Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমি সংক্রান্ত বিরোধে বিধবার বাড়িতে হামলা-লুটপাট মহিলাসহ আহত ৩

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বিধবার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও জমি দখল করে গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দেয়ায় মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বহেরারচালা (নতুন বাজার) গ্রামে এ ঘটনা ঘটে। হামলা ও লুটপাটের ঘটনায় বিধবা বিলকিছ বেগমের ছেলে আসাদুজ্জামান নাঈম বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, স্বামী আব্দুল লতিফ ফকির মারা যাওয়া পর থেকে বিধবা তিন ছেলে নিয়ে স্বামীর ভিটায় বসবাস করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি স্থানীয় আব্দুল মোতালেব, মোশারফ ও মোবারক হোসেন বিধবার জমি দখলে নেয়ার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছেন। প্রতিপক্ষরা বিধবার বড় ছেলে কাওছারের নামে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ সোমবার রাতে কাওছারকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সুযোগে প্রতিপক্ষ আব্দুল মোতালেব, মোশারফ, আজিজুল হক, ইব্রাহিম ও মোবারক হোসেনসহ তাদের ২০/২৫ জন সহযোগীকে নিয়ে গতকাল মঙ্গলবার সকালে বিধবার বসতবাড়িতে হামলা করে লুটপাট চালায়। এতে বাধা দেয়ায় হামলাকারীরা বিলকিছ বেগম (৪৮), রাকিব (২০) ও তাছলিমা (২২) আহত হয়। পরে হামলাকারীরা ঘরে প্রবেশ করে আলমীরা ভেঙে নগদ ৫ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি গাছ কেটে ক্ষতি সাধন করে। পরে আহতদের ঘরে আটক করে বাইরে থেকে তালা লাগিয়ে জমি দখল নেয়। তাদের ডাকচিৎকারে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে। বিধবা বিলকিছ বেগম জানান, প্রতিপক্ষরা জমি দখলে নেয়ার জন্য তার ছেলের নামে পাশের জয়দেবপুর থানায় ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়েছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাজতে পাঠিয়েছে। হামলার ঘটনায় পুলিশ অভিযুক্ত মোতালেবকে আটক করলেও থানায় না নিয়ে টাকার বিনিমিয়ে ছেড়ে দেয়ার অভিযোগও করেন বিধবা বিলকিছ বেগম। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছাত্তার জানান, হামলা ও লুটপাটের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। আটক করে ছেড়ে দেয়ার অভিযোগটি সঠিক নয় বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি সংক্রান্ত বিরোধে বিধবার বাড়িতে হামলা-লুটপাট মহিলাসহ আহত ৩
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ