মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ঘরবাড়ি চাপা পড়ে অন্তত ১৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গতকাল শনিবার ভোর প্রায় ৬টার দিকে পর্বতের একটি অংশ ধসে শিনমো গ্রামে পড়ে, এতে গ্রামটির প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে মাওশিয়ান কাউন্টির স্থানীয় সরকার। পর্বতের ধসে পড়া মাটি ও পাথরে একটি নদীর দুই কিলোমিটারের মতো অংশ বন্ধ হয়ে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিনহুয়া। ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিখোঁজ লোকজনের অবস্থান শনাক্ত করতে ও তাদের উদ্ধার করতে একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। উদ্ধারকারীরা দড়ি ব্যবহার করে বড় বড় পাথর সরানোর পর এক দম্পতি ও কোলের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মাটির নিচে চাপা পড়া জীবিত আর কেউ আছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। বিবিসি, সিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।