Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নাগরিকদের আরো ক্ষতি হবে বলে পিয়ংইয়েংর হুমকি

মার্কিন নাগরিকদের আরো ক্ষতি হবে বলে পিয়ংইয়েংর হুমকি | প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আমেরিকাকে সতর্ক করে দিয়ে উত্তর কোরিয়া বলেছে, পিয়ংইয়ং থেকে ওয়াশিংটনে ফেরত যাওয়া এক মার্কিন ছাত্রের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না। এর ফলে উত্তর কোরিয়ায় এখনো আটক বাকি মার্কিন নাগরিকদের ক্ষতি হবে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং। স¤প্রতি উত্তর কোরিয়ায় আটক মার্কিন ছাত্র অট্টো ওয়ার্মবিয়ার অসুস্থ হয়ে পড়লে তাকে মুক্তি দেয় পিয়ং ইয়ং। ওই ছাত্র ওয়াশিংটনে ফেরত যাওয়ার এক সপ্তাহ পর মারা যায়। আমেরিকা অভিযোগ করেছে, উত্তর কোরিয়া ওই মার্কিন ছাত্রের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেনি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে এক বিবৃতিতে ওয়াশিংটনের এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, আমেরিকায় যাওয়ার এক সপ্তাহ পর কেন ওই ছাত্র মারা গেল তা পিয়ংইয়ং’রও বোধগম্য নয়। বিবৃতিতে বলা হয়, স্বাভাবিক শারীরিক অবস্থা নিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হঠাৎ করে কেন ওয়ার্মবিয়ার মারা গেল তা আমাদের জন্যও একটি রহস্য হয়ে আছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ