Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরব আমিরাতের আট রাজকুমারীর কারাদন্ড

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গৃহকর্মীদের সঙ্গে রূঢ় আচরণ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতের ৮ রাজকুমারীকে গত শুক্রবার স্থগিত কারাদÐাদেশ দিয়েছে বেলজিয়ামের একটি আদালত। রায়ে রাজকন্যাদের ১৫ মাসের কারাবাসের স্থগিত দÐাদেশ এবং জরিমানা করা হয়েছে। প্রায় এক দশক ধরে তদন্ত ও বিচার চলার পর এ রায় দেয়া হলো। ১০ বছর আগে বেলজিয়ামের ব্রাসেলসে বিলাসবহুল হোটেলে অবস্থানকালে নিজস্ব কাজের মানুষদের সঙ্গে রূঢ় আচরণ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বেলজিয়াম কর্তৃপক্ষ। এ রাজকুমারীরা হলেন- আবু দাবির সাবেক শাসক আন নাইয়ান পরিবারের সদস্য এক মা এবং তার সাত মেয়ে। রাজকুমারীদের আইনজীবী এক বিবৃতিতে জানিয়েছেন, আদম ব্যবসা এবং কাজের লোকদের সঙ্গে রূঢ় ব্যবহারের জন্য তাদেরকে ১৫ মাসের কারাবাসের স্থগিত দÐাদেশ দেয়া হয়। শেখ হামিদা আন-নাইয়ান ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত বেলজিয়ামের রাজধানীর বিলাস বহুল কনরাড হোটেল অবস্থান করেছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ