Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে ড্রোন দিলেন ট্রাম্প

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের আগে আগে বেশ বড় উপহারই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমকিউ-৯ রিপার নামে একটি প্রিডেটর গার্ডিয়ান ড্রোন পাঠিয়েছেন তিনি। চতুর ব্যবসায়ী খ্যাত ডোনাল্ড ট্রাম্পের এই উপহারকে অনুরূপ ২২টি প্রিডেটর ড্রোন কেনার সবুজ সংকেত বলেই মনে করছে ভারত। এ ব্যাপারে আমেরিকার কাছে গেল বছর তিনবার আবেদন জানিয়েছিল ভারত প্রশাসন। অবশেষে এবার মিললো ট্রাম্পের সবুজ সংকেত। আগামী ২৬ জুন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তার আগ মুহূর্তে ট্রাম্পের সবুজ সংকেতকে ‘গেম চেঞ্জার’ বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তাদের মতে, এই অস্ত্র চুক্তির ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হওয়ারই ইঙ্গিত পাওয়া গেল। এমকিউ-৯ রিপার ড্রোনগুলো ৫০ হাজার ফুট উচ্চতায় ১,৭৪৬ কেজি ভর নিয়ে একটানা ২৭ ঘণ্টা ধরে উড়তে পারে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ