মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার সামান্যই প্রভাব পড়বে : ব্যাংক অব রাশিয়ার গভর্নর
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে মার্কিন কংগ্রেসে। এমনকি এ নিষেধাজ্ঞা কখনো বাস্তবায়িত নাও হতে পারে। তবুও মার্কিন কংগ্রেসে বিবেচনাধীন নতুন নিষেধাজ্ঞা এরই মধ্যে এমন একটি ইস্যুতে পরিণত হয়েছে, যা ব্যাংক অব রাশিয়া উপেক্ষা করতে পারবে না। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় এরই মধ্যে সমন্বয়ের সম্ভাব্য প্রস্তুতি শুরু করেছে রাশিয়া। রাশিয়ার ওপর এ নিষেধাজ্ঞার সামান্যই প্রভাব পড়বেÑ এমনটাই মনে করছেন ব্যাংক অব রাশিয়ার গভর্নর এলভিরা নাবিউলিনা। ফলে বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে নারাজ তিনি। তা সত্তে¡ও গত সপ্তাহে দেশটির নীতিনির্ধারকরা সামান্য সুদহার কর্তনের যে সিদ্ধান্ত নিয়েছেন, বড় কোনো ঝুঁকির আশঙ্কা এর পেছনে কারণ হিসেবে কাজ করেছে বলে জানিয়েছে মার্কিন ব্যাংক মরগান স্ট্যানলি ও রোমানিয়ান আর্থিক প্রতিষ্ঠান রাইফেইসেন ব্যাংক। এদিকে গত বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় পৃথকভাবে ২০১৪ সালের মার্চে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ অধিগ্রহণের জন্য দÐিত ব্যক্তি ও কোম্পানির একটি তালিকা বিস্তৃত করেছে। ঠাÐা ভূরাজনৈতিক সম্পর্ক রুশ নীতিনির্ধারকদের জন্য ক্রমাগত প্রতিকূল পরিস্থিতি তৈরি করে চলেছে। একদিকে পুঁজির বহিঃপ্রবাহের ঝুঁকির পাশাপাশি চলতি সপ্তাহে তেলের পতনশীল মূল্য ও ডলারের বিপরীতে রুশ মুদ্রার সর্বনিম্ন মান আরো প্রতিকূল অবস্থা তৈরি করছে। চলতি বছরের এপ্রিলে বড় মাত্রায় মুদ্রানীতি শিথিল করে দেশটি। এর পর গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতিতে সামান্য পরিবর্তন এনেছে। মরগান স্ট্যানলির অর্থনীতিবিদ এলিনা স্নায়ুসারচুক এক প্রতিবেদনে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা রুশ কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলছে। রাশিয়া মুদ্রানীতি আরো শিথিল করতে আগ্রহী হলেও পরিকল্পিত মাত্রায় পরিবর্তন ঘটাচ্ছে না। এদিকে মার্কিন সিনেটের প্রস্তাবিত নিষেধাজ্ঞায় বিলে রুশ ব্যাংক ও জ্বালানি কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধির সক্ষমতায় বিধিনিষেধ আরোপ করার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে রেল, শিপিং, ধাতু ও খনি শিল্প-সংশ্লিষ্ট রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো এবং জ্বালানি পাইপলাইনগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। খসড়া প্রস্তাবে সার্বভৌম ঋণ বা ডেরাভেটিসের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে এ ধরনের নিষেধাজ্ঞা কী প্রভাব রাখতে পারে সে সম্পর্কিত একটি প্রতিবেদন প্রস্তুতের আদেশ দেয়া হয়েছে। চলতি সপ্তাহে একটি পদ্ধতিগত বিরোধের জের ধরে আইনটি মার্কিন কংগ্রেসে স্থগিত হয়ে পড়ে। এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রেমলিনের হস্তক্ষেপ নিয়ে চলমান তদন্তের মধ্যে সিনেটের তরফ থেকে প্রস্তাবনাটির পক্ষে জোর সমর্থন পাওয়া যায়। অর্থনীতিবিদ দিমিত্রি পলভয় বলেন, নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট যে কোনো বহিস্থ ঝুঁকির কারণে রাশিয়ায় সুদহার হ্রাস মন্থর হয়ে পড়তে পারে। বিশেষ করে যদি নিষেধাজ্ঞা মূল্যস্ফীতি ও আর্থিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে। রুশ কেন্দ্রীয় ব্যাংকটি এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে। রুশ কেন্দ্রীয় ব্যাংক গর্ভনরের মতে, টানা তিন দফা সুদহার কর্তনের পর ব্যাংক অব রাশিয়া এবার দীর্ঘ বিরতি নিতে পারে। তবে তা ঝুঁকির মাত্রার ওপর নির্ভর করবে। এমনকি নিষেধাজ্ঞা যদি রুশ বন্ড বাজারকেও লক্ষ্যবস্তু বানায়, তার পরেও আকর্ষণীয় ঋণহার বহাল থাকবে বলে নাবিউলিনা জানিয়েছেন। তিনি আরো বলেন, সরকারি সিকিউরিটিজের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞায় কেবল বিদেশী অংশীদাররা লোকসানের ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে এ পরিস্থিতি স্থানীয় বিনিয়োগকারীদের ক্রয়ের সুযোগ তৈরি করে দেবে। রাশিয়ার সার্বভৌম বন্ডের বড় ক্রেতা মার্কিন বিনিয়োগকারীরা। গত বুধবার ৩০০ কোটি ডলারের একটি বন্ড বিক্রি সম্পন্ন করেছে রাশিয়া। এর মধ্যে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রস্তাব পাওয়া যায়। তবে চুক্তির আয়োজনকারী রাষ্ট্রীয় ব্যাংক নিষেধাজ্ঞার আওতায় পড়ে যাওয়ায় বেশ কিছু ইউরোপীয় বিনিয়োগকারী ইউরোবন্ড বিক্রির নিলামে অংশগ্রহণ করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের মে পর্যন্ত ৩ হাজার ৫০ কোটি ডলারের সার্বভৌম রুবল বন্ডের মালিকানা রয়েছে অনাবাসীদের হাতে। দিমিত্রি পলিভয়ের মতে, সার্বভৌম বন্ডের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা কম। এছাড়া জুলাইয়ের শুরুতে অনুষ্ঠেয় জি২০-এর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাক্ষাতের সময় বিষয়টি আরো স্পষ্ট হবে বলে তিনি আশা করছেন। বøুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।