Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনজন থেকে দূরে সহকর্মীদের সাথে ইফতার

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ হতে চলল। বাংলাদেশে আজসহ আর মাত্র ২টি বা ৩টি রোযা অবশিষ্ট রয়েছে। কিন্তু বিশ্বের অনেক দেশে সম্ভবত আজই শেষ রোযা পালন করবেন মুসলিমরা। এরপর আগামীকাল রোববারই অনেক দেশে ঈদুল ফিতর উদযাপিত হবার সম্ভাবনা। এর জন্য শহরবাসী বা বিদেশ বিভুঁইয়ে থাকা অনেকেই তাদের আপনজনের সাথে ঈদ পালনের জন্য কর্মস্থল ত্যাগ করে চলে যাবেন। আবার অনেকে রয়েছেন যাদের কর্মস্থল থেকে পিতা-মাতা আত্মীয় স্বজনের অবস্থান এতটা দূরে যে স্বল্পতম সময়ের ছুটিতে সেখানে যাওয়া সম্ভব নয়। তখন এ ধরনের মানুষের আপনজন হয়ে যান সহকর্মী বা একই আবাসে অবস্থান করা লোকজন।
ছবিতে এমনই সহকর্মীদের সাথে ইফতার করতে দেখা যাচ্ছে। তাদের কার বাড়ি কোন দেশে তা জানা না গেলেও সহকর্মীদের সঙ্গে তারা যে স্বাচ্ছন্দ্যে ইফতার করছে তা তাদের অভিব্যাক্তি দেখে বোঝা যায়। সূত্র : ইন্ডিয়া উইকেন্ডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ