Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ বছরে বাংলাদেশের ১২ সিরিজ!

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আইসিসির বার্ষিক সভায় বাংলাদেশের ক্রিকেট পেল বড় সুসংবাদই। আন্তর্জাতিক ক্রিকেট কাঠামো চূড়ান্ত হওয়ার পথে। সেখানে ‘অপশন সি’ পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের মতো দলগুলো লাভবান হবে। মানে, সিরিজ আয়োজনের ক্ষেত্রে ‘বড়-ছোট’ দলের ভেদাভেদ থাকছে না! আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান ফরম্যাটই যাচ্ছে পাল্টে। দ্বিপাক্ষিক সিরিজের ভাবনায় বড়সড় রদবদল এনেছে আইসিসি। হোম ও অ্যাওয়ের ভিত্তিতে এতদিন যেভাবে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন হতো। এখন থেকে সেভাবে আর সিরিজ আয়োজিত হবে না। দ্বিপক্ষীয় সিরিজের পরিবর্তে লিগ-ভিত্তিক খেলা হবে। সেটা হলে বাংলাদেশের মতো দলকে আমন্ত্রণ জানাতে বাধ্য হবে অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ডের মতো দলগুলো। বাধ্য হবে সফর করতেও। লিগ পদ্ধতি চালু হলে চার বছরের মেয়াদে সব কটি দল বাধ্য থাকবে একে অপরের বিপক্ষে কমপক্ষে একটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলতে।
আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির আলোচনা সভা শেষে ওয়ানডে ও টেস্ট লিগের সম্ভাব্য সূচি তৈরি হয়েছে। এ লিগ শুরুর সম্ভাবনা ২০১৯ বিশ্বকাপের পর। চার বছরের প্রস্তাবিত এ টেস্ট লিগের সূচিতে বাংলাদেশ খেলবে ১২ টেস্ট সিরিজ। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ ৯টি দলই খেলবে ১২টি সিরিজ। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে এগুলো। জিম্বাবুয়ে এবং দুই নতুন টেস্ট দল আয়ারল্যান্ড ও আফগানিস্তান এ লিগের অংশীদার হবে না। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ অংশ নেবে।
ক্রিকইনফোর পোস্ট করা এক ছবিতে দলগুলোর প্রস্তাবিত টেস্ট সিরিজের সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে কোনও সিরিজ ফেলা হয়নি বাংলাদেশের। প্রত্যেক সিরিজ কমপক্ষে ২ ম্যাচের হবে।
চার বছরের মধ্যে বাংলাদেশ একটি করে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এছাড়া প্রত্যেকের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুটি টেস্ট সিরিজ খেলবে তারা। সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, হোম ভেন্যুতে। আর ২০২৩ সালে এ সূচির ভিত্তিতে বাংলাদেশের শেষ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়।
প্রস্তাবিত ওয়ানডে লিগের সূচিএছাড়া আইসিসির ওয়ানডে লিগে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ খেলবে ৮ সিরিজ। এ লিগ হবে ১৩ দেশকে নিয়ে। র‌্যাংকিংয়ের উপরের দিকে থাকা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ছাড়াও বাংলাদেশ মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে। দুই বছরে প্রত্যেক দল চারটি করে সিরিজ খেলবে হোম ও অ্যাওয়ে ভেন্যুতে।
পয়েন্টের ভিত্তিতে হবে লিগ, যেখানে আইসিসি প্রস্তাব করেছে তিন ম্যাচ সিরিজের। তবে দলগুলো চাইলে আরও ম্যাচ খেলতে পারবে, কিন্তু সেই পয়েন্টগুলো যোগ হবে না লিগে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশ স্বাগত জানাবে ইংল্যান্ড ও আফগানিস্তানকে। এর পর ওই বছর আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে যাবে তারা। পরের বছর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর দিয়ে শেষ হবে বাংলাদেশের ওয়ানডে লিগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ