Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোরে ১০৮ জন হতদরিদ্র শিক্ষার্থীর মধ্যে সাড়ে ৬ লাখ টাকার বৃত্তি বিতরণ করেছে মুসলিম এইড। রেইনবো ফ্যামিলি প্রোগ্রামের সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে গত বুধবার বৃত্তি প্রদান উপলক্ষে মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজি (এমএআইটি) যশোর ক্যাম্পাসে এক অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম আরিফ। এমএআইটি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী আরিফ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আজগার হোসেন ও ঢাকা আহছানিয়া মিশনের  প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুসলিম এইড সমাজের সুবিধা বঞ্চিত এতিম, হত দরিদ্র, অসহায় শিশু শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে যে ভাবে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ