Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক নিরাপদ পারস্য উপসাগর দেখতে চায় : তুর্কি প্রধানমন্ত্রী

দ্বিতীয় দফায় তুর্কি সৈন্য দোহায় পৌঁছেছে

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারের নিরাপত্তা জোরদার করতে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় তুর্কি সৈন্য কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। দ্বিতীয় মেয়াদের সৈন্যদল প্রথমে আগত সৈন্যদের সাথে মিলিত হয়ে সামরিক মহড়ায় অংশগ্রহণ করবে বলে কাতারের সরকারি সংবাদ মাধ্যম জানায়। কাতারের তুর্কি ঘাঁটিতে কত তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে তা পরে জানানো হবে বলে উল্লেখ করেন তুর্কি প্রধানমন্ত্রী। ঘাঁটিটি কাতারের কোথায় অবস্থিত এবং আকারে এটি কত বড় সে সম্পর্কেও কোনো কিছু বলেননি। ঘাঁটিটি কোনো বিশেষ অভিযানের সঙ্গে জড়িত নয় দাবি করে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়েছে। তুর্কি প্রধানমন্ত্রী আরো বলেন, তুরস্ক এবং কাতারের নিরাপত্তা পরস্পরের সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, তুরস্ক যে হুমকি মোকাবেলা করছে সেই একই হুমকি মোকাবেলা করছে কাতারও। তুরস্ক নিরাপদ পারস্য উপসাগর দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি। নিরাপত্তা চুক্তির আওতায় কাতারে ঘাঁটি স্থাপন করা হয়েছে। এ ঘাঁটি প্রতিষ্ঠার কারণে তুরস্কের সেনারা এখন লোহিত সাগর, উত্তর আফ্রিকা এবং পারস্য উপসাগরের সামরিক অভিযানে সহজেই অংশ নিতে পারবে। কিউএনএ’কে দেয়া এক বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার সকালে কাতারের রাজধানী দোহার দক্ষিণ-পূর্ব অবস্থিত আল-উদেদ বিমান বন্দরে তুর্কি সৈন্যদের দ্বিতীয় গ্রæপের আগমনের ঘোষণা দিয়েছে। তুরস্কের জাতীয় সংসদ দুই দেশের সামরিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিলেও যৌথ প্রচেষ্টার মাত্র কয়েকদিন পরেই দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য কাতারে সৈন্যবাহিনী পাঠানোর অনুমতি দেওয়া হয়। আনাদোলু নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ