Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাব আল-বির এলাকায় চূড়ান্ত লড়াই হবে আইএসের সঙ্গে অচিরেই মসুলে স্বাধীনতা ঘোষণা করা হবে : আবাদি

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএসের দখলকৃত ইরাকের মসুল শহর খুব শিগগিরই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই মসুলের স্বাধীনতা ঘোষণা করা হবে। গতকাল শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, মসুলের পশ্চিমাঞ্চলে আইএসের শেষ ঘাঁটি পুনরুদ্ধারে লড়াই করে যাচ্ছে ইরাকি বাহিনী। গত বৃহস্পতিবার সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, এটা এখন সময়ের ব্যাপার মাত্র। আমরা মসুলকে সম্পূর্ণ স্বাধীন ঘোষণা করতে পারবো। বার্তা সংস্থা এপির ফুটেজে দেখা যায়, মসুলের পুরোনো শহরের বাব আল-বিড় এলাকায় ঢুকছে ইরাকি বাহিনী। সেখানেই আইএসের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে তাদের। গত তিন বছরে প্রতিনিয়তই তাদের দখল হারিয়েছে আইএস। মসুলই ছিলো তাদের শেষ ঘাঁটি। ধারণা করা হচ্ছে সেখানেই চূড়ান্ত লড়াই হবে। মসুলে প্রায় দেড়লাখ বেসামরিক মানুষ আটকা পড়ে আছে। জাতিসংঘের মতে তাদের অবস্থা খুবই ভয়াবহ। গত আটমাস ধরে মসুল পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে ইরাকি বাহিনী। প্রসঙ্গত, গত বুধবারের লড়াইয়ে ধ্বংস হয় মসুলের বিখ্যাত মসজিদ আল নূরী। ১২ শতাব্দীর সেই মসজিদকে ইরাকের টাওয়ার অফ পিসা বলা হয়। এটি ধ্বংসে ইরাকিরা খুবই মর্মাহত। আইএস ও যুক্তরাষ্ট্র পরস্পরকে এই ঘটনার জন্য দোষারোপ করছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ