Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা সহস্র কোটিতে পৌঁছবে : জাতিসংঘ

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পৃথিবীতে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে। বর্তমানে প্রায় ৭৬০ কোটি মানুষ বাস করছে এ গ্রহে। কিন্তু ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা হাজার কোটির কাছে পৌঁছে যাবে। আর মাত্র সাত বছরেই চীনের বদলে ভারত হয়ে উঠবে সবচেয়ে জনবহুল দেশ। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস: দ্য ২০১৭ রিভিশন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এখন থেকে ২০৫০ সালের মধ্যে মাত্র নয়টি দেশে বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রবৃদ্ধি কেন্দ্রীভূত থাকবে। এ দেশগুলো হলো-ভারত, নাইজেরিয়া, কঙ্গো, পাকিস্তান, ইথিওপিয়া, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, উগান্ডা ও ইন্দোনেশিয়া। বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধিতে অবদান হিসাব করে দেশগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে। যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৩০ সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াবে ৮৬০ কোটি। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা হবে ৯৮০ কোটি ও ২১০০ সাল নাগাদ তা ১ হাজার ১২০ কোটিতে গিয়ে পৌঁছবে। প্রতিবেদন অনুসারে, ২০৫০ সাল নাগাদ জনসংখ্যার দিক দিয়ে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের স্থান দখল করে তৃতীয় সর্বোচ্চ জনবহুল দেশে পরিণত হবে। প্রতিবেদনের লেখকদের মতে, প্রতি বছর বিশ্বের মোট জনসংখ্যায় প্রায় ৮ কোটি ৩০ লাখ মানুষ যুক্ত হচ্ছে। এমনকি জন্মগ্রহণের হার কমবে মনে করা হলেও জনসংখ্যা বৃদ্ধির এ প্রবণতা অব্যাহত থাকবে বলে তারা ধারণা করছেন। পপুলেশন ডিভিশনের পরিচালক জন উইলমথ বলেন, আফ্রিকায় জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ওই অঞ্চলে বাস করবে। অন্যান্য ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, আগামী দশকগুলোয় ইউরোপের জনসংখ্যা কমে আসবে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সাল নাগাদ বিশ্বের সর্বোচ্চ জনবহুল দেশ হিসেবে চীনের জায়গা দখল করবে ভারত। বর্তমানে চীনের জনসংখ্যা ১৪০ কোটি ও ভারতের ১৩০ কোটি। জনসংখ্যার দিক থেকে সপ্তম স্থানে রয়েছে নাইজেরিয়া। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ