Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতাকে সহায়তার আহ্বান
ইনকিলাব ডেস্ক : বিশ্বে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে অগ্রবর্তী ভূমিকা পালন করছে পাকিস্তান। পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতাকে সহায়তা দেয়ার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন শুয়াং। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান। পাশাপাশি, সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখন্ডতার ভিত্তিতে পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতাকে মেনে নেয়ার এবং এর প্রতি সহায়তা দেয়ার জন্যও আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করবে বলে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধানত, আফগানিস্তানে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এ পর্যালোচনা করা হবে। বেইজিংয়ের মুখপাত্র বলেন, এ সংক্রান্ত খবর চীনের নজরে এসেছে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান। পাকিস্তানের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক দেশগুলো ও মানুষের স্বার্থ রক্ষা করে বলেও জানান তিনি। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ