মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে প্রতিশ্রুতি দিয়েছেন, ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের যেসব নাগরিক যুক্তরাজ্যে বসবাস করছেন, তারা সেভাবে থাকতে পারবেন। গত বৃহস্পতিবার ব্রাসেলসে এক সম্মেলেনে থেরেসা মে পরিষ্কার প্রতিশ্রæতি দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ইইউ ছেড়েছে- এ কারণে বৈধভাবে বসবাসকারী কোনো ইউরোপীয়কে যুক্তরাজ্য ছাড়তে বলা হবে না। ব্রিটিশ সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমগুলোর এক খবরে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। ইইউ নেতাদের উদ্দেশে থেরেসা মে বলেছেন, যুক্তরাজ্যে বসবাসকারী ইইউ-এর সেসব নাগরিক যারা যুক্তরাজ্যে ভবিষ্যৎ গড়ছে, জীবন ধারণ করছে এবং আমাদের সমাজের জন্য অনেক অবদান রাখছে, তাদেরকে দেশের নাগরিকদের মতোই অধিকার দেওয়ার স্বচ্ছ ও গুরুত্বপূর্ণ প্রস্তাব দিচ্ছি আমরা। ইইউ-এর দেশগুলো থেকে প্রায় ৩০ লাখ মানুষ যুক্তরাজ্যে বসবাস করে। গত বছর ২৮ সদস্যের জোট ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে অনিশ্চিত হয়ে ওঠে এসব মানুষের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত তাদের যুক্তরাজ্যে থাকা হবে কি হবে না, তা নিয়ে চরম উদ্বেগে ছিল তারা। সেই উদ্বেগ প্রশমন করলেন থেরেসা মে। অপর এক খবরে বলা হয়, ব্রেক্সিট গণভোটের পর ব্রিটেনে পূর্ব ইউরোপের দেশগুলো থেকে আগত অভিবাসীর সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে। গত বুধবার অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরির প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দুর্বল পাউন্ডের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ গবেষণায় ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেয়া আট দেশÑ চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, শ্লোভাকিয়া ও শ্লোভেনিয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরির বিশ্লেষণে সরকারি উপাত্তের উল্লেখ করা হয়েছে। ওই উপাত্ত অনুসারে, ব্রিটেন ইইউতে যোগ দেয়ার পর এবারই প্রথম দেশটির ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারে বরাদ্দ সর্বনিম্ন হয়েছে। ব্রিটেনে কাজ খোঁজা ও সামাজিক কল্যাণের জন্য মানুষের ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের প্রয়োজন হয়। গবেষণায় দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য ওই দেশ আটটির ২৬ হাজার মানুষ নিবন্ধন করেছে, যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এক-তৃতীয়াংশ কম। গত বছরের জুন মাসে ইইউ থেকে প্রস্থানের বিষয়ে গণভোট করে ব্রিটেন। তখন থেকে ইউরোর বিপরীতে পাউন্ডের মান ১৩ শতাংশ কমেছে। কৃষি কাজ, ক্যাটারিং ও রাষ্ট্রায়ত্ত জাতীয় স্বাস্থ্যসেবার মতো ব্রিটিশ অর্থনীতির প্রধান খাতগুলো অভিবাসী শ্রমের ওপর অত্যন্ত নির্ভরশীল। গত বছরের হিসাবে বর্তমানে ৩৬ লাখ ইইউ নাগরিক ব্রিটেনে বসবাস করেছে। ইইউভুক্ত দেশ পোল্যান্ডের ১০ লাখ নাগরিক ব্রিটেনে বসবাস করে। বিবিসি, আল-জাজিরা, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।