Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকাকে না জানিয়েই রাশিয়ার হামলা

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় তৎপর আইএস অবস্থানে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলার জন্য কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলায় দু’টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন অংশ নিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানায়। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে চালানো হামলায় অংশ নেয় রুশ ফ্রিগেট অ্যাডমিরাল গিরিগোরোভিচ, অ্যাডমিরাল ইসসেন এবং সাবমেরিন ক্রাসনোদার। সাবমেরিনটি পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর সিরিয়ায় বাকি সন্ত্রাসী ও তাদের অবস্থান ধ্বংস করে দেয় রুশ বিমান বাহিনী। হামলার আগে বিষয়টি তুরস্ক এবং ইহুদিবাদী ইসরাইলকে অবহিত করা হয়েছে। তবে আমেরিকাকে এ সম্পর্কে কিছু বলা হয় নি। হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশে আইএসের কয়েকটি কমান্ড ঘাঁটি এবং বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ধ্বংস হয়েছে। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ