Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় খাদ্য সংকটে ৯ লাখ মানুষ

| প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তীব্র খরা এবং পরবর্তীতে বন্যার প্রাদূর্ভাবে চরম খাদ্য সংকটে পড়েছে শ্রীলঙ্কার অন্তত ৯ লাখ মানুষ। অনেকেই অর্ধাহারে দিন কাটাচ্ছে। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডবিøউএফপি) এক যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ২০১৬-১৭ সালে খরার কারণেই মূলত দেশটির প্রধান খাদ্যশস্য ধান উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এফএও/ডবিøউএফপি ক্রপ অ্যান্ড ফুড সিকিউরিটি অ্যাসেসমেন্ট মিশন টু শ্রীলংকা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে। চলতি বছর শস্যটির উৎপাদন লক্ষ্যমাত্রা ৪০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। একই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ডাল, মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন শস্য। এই পরিস্থিতির মধ্যে চলতি বছরের মে মাসের বন্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক প্রাণহানি হয়।এফএও, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ